অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ডার্বিতে জয়ের পরে গত মুম্বই এফসি ম্যাচে জয়ের দোরগোড়া থেকে ফিরে আসে দল। এবারে লড়াই শক্তিশালী হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। মঙ্গলবার আইএসএল(ISL) ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। মুম্বই ম্যাচ ড্র করেও মোহনবাগান দলের খেলায় খুশি এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো । তিনি মনে করেন, এই পরিস্থিতিতে তাঁর দলের ছেলেরা যথাসাধ্য করার চেষ্টা করছে। এমনকী যে খেলোয়াড়রা ফর্মে নেই, তাঁদের ওপরও আস্থা হারাতে নারাজ তিনি। তাঁর বক্তব্য, ওদের পারফরম্যান্স ভাল। কিন্তু দলের বর্তমান স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে ওদের। হায়দ্রাবাদ যথেষ্ট শক্তিশালী মেনে নিয়েও আশাবাদী তিনি। প্রথম লিগে এগিয়ে থেকেও হায়দ্রাবাদ ম্যাচ ড্র হয়েছিল। সেই বিষয়ে বাগানের স্প্যানিশ কোচ জানান,”পরিকল্পনা অন্য রকম হলেও আমাদের স্টাইল সবারই জানা। আমরা পায়ে বল রাখতে চাই, জায়গা বার করতে চাই। জায়গা কাজে লাগিয়ে আক্রমণে উঠতে চাই। ওড়িশা, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সে আমি খুশি। আমরা এখন আগের চেয়ে বেশি সুযোগ তৈরি করছি, যেটা ভাল।এভাবেই তো গোল আসবে। এখন পরিস্থিতি সম্পুর্ণ আলাদা। সব দলই বিভিন্ন দিক দিয়ে বদলে গিয়েছে। এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। কোয়ারান্টাইন, চোট-আঘাত। গত ম্যাচে যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান, এ বার সেটা এক রকম হবে না। পরের দুটো ম্যাচে জিততে পারলে আমরা লিগ টেবলের শীর্ষে পৌঁছে যাব। তবে বেশি দূর ভাবলে আমাদের ওপর চাপ বাড়তে পারে। তার চেয়ে বরং পরের ম্যাচ নিয়েই বেশি ভাবা যাক এবং তার পরে প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে। শেষ ছ’টা ম্যাচে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেই খেলতে হবে আমাদের। তবে এখন বিপক্ষদের নিয়ে বেশি ভেবে লাভ নেই।’’ প্রতিপক্ষ হায়দ্রাবাদ ও তাঁদের গোল মেশিন ওগবেচে নিয়ে জুয়ান জানান “ওরা একসঙ্গে খেলে। ওদের দর্শন, পরিকল্পনা সবই একই রকম। ওরা যা করে একসঙ্গেই করে। তার ওপর ওগবেচের মতো ফরোয়ার্ড আছে ওদের দলে, যে এখন আগুন ফর্মে আছে। প্রায় প্রতি ম্যাচেই গোল করছে ও। মাঝমাঠে জোয়াও ভিক্টর যে রকম সাহায্য করে দলকে, তেমনই আকাশ মিশ্র ফুল ব্যাকের মতো খেলে। একটু ফাঁকা জায়গা পেলেই তা কাজে লাগানোর চেষ্টা করে। ওদের অনেক কিছুই আছে যা ওদের ভাল ফুটবল খেলতে সাহায্য করে। শুধু ওগবেচেকে নিয়ে পরিকল্পনা করে তো লাভ নেই। ওদের দলে অনেক ভাল ভাল খেলোয়াড় রয়েছে, যাদের আটকানোর কথাও ভাবতে হবে আমাদের। ওগবেচে তারকা ঠিকই। কিন্তু তার পিছনে ওর গোটা দলটা আছে, যাদের আটকাতে না পারলে কোনও লাভ নেই।’’ ডার্বির নায়ক কিয়ানকে মুম্বই ম্যাচে পাঁচ মিনিট আগে নামান জুয়ান সেই বিষয়ে বিতর্কও হয়েছিল। উল্টে এদিন কিয়ানের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলে হায়দ্রাবাদ ম্যাচেও প্রথম থেকে না খেলানোর কথা জানান জুয়ান।তিনি বলছেন,”কিয়ান একশো শতাংশ তৈরি নয়। কারণ, ওর হাঁটুতে কিছু সমস্যা রয়েছে। তাছাড়া নতুন স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে ওর অনেকটা সময় লাগবে। ওকে বিশেষ মুহূর্তে নামানো যেতে পারে, যেমন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা ওকে নামিয়েছিলাম সিস্টেম বদল করার জন্য। তাতে ওর ভূমিকা ছিল। কিন্তু মুম্বই ম্যাচে সিস্টেম বদলে যে সিস্টেমে খেলি, তাতে ওকে তেমন প্রয়োজন ছিল না। শুধু ওকে নামিয়ে চোটের ঝুঁকি বাড়ানোর কোনও মানে হয় না। ওর সুরক্ষার দিকটাও আমাদের দেখতে হবে।’’ এখন দেখার গ্রুপের ফার্স্ট বয় হায়দরাবাদের বিরুদ্ধে জয় পায় কিনা টিম বাগান!
আরও পড়ুনঃ ফের ডিফেন্সে ভরাডুবি, ওড়িশা ম্যাচে হার এসসি ইস্টবেঙ্গলের