জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

কাজের দাবিতে লালবাগের পর্যটন ব্যবসায়ীদের বিক্ষোভ

এনএফবি, মুর্শিদাবাদঃ

গঙ্গাসাগর মেলা হলে বন্ধ কেন হাজারদুয়ারি, প্রশ্ন হাজারদুয়ারি কেন্দ্রিক ব্যবসায়ীদের। মঙ্গলবার হাজারদুয়ারি সহ লালবাগের পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবিতে বিক্ষোভ এলাকার ব্যবসায়ীদের। তাদের দাবি, যদি গঙ্গাসাগর মেলা হতে পারে, বিধিনিষেধ মেনে যদি তারাপীঠ মন্দির খোলা থাকতে পারে তাহলে কেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি বন্ধ থাকবে? ৫০% পর্যটক নিয়ে খোলা হোক হাজারদুয়ারি।

টাঙ্গা চালক ইউনিয়নের সম্পাদক মনু শেখ জানান, “হাজারদুয়ারি খোলা না থাকলে আমরা খেতে পারবো না। কিছু আয় হলে কোনরকমে দিনটা যাবে।” টাঙ্গা চালকরা বলেন, অন্তত ৫০ শতাংশ পর্যটক নিয়ে হাজারদুয়ারি খোলা হলে ঘোড়ার খাবারটা জোগাড় হবে।

চলতি মাসের ৫ তারিখ নিউজ ফ্রন্ট বাংলা প্রথম এই বিষয়ে সংবাদ প্রকাশ করে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে টাঙ্গা চালকদের আর্তি সামনে আনে নিউজ ফ্রন্ট বাংলা। জেলার বিদ্বজনেদের মতে, জেলার ঐতিহাসিক পর্যটন শিল্পের অন্যতম হাজারদুয়ারি, রাজ্যেরও। তাই এর উপর নির্ভর করে চলে বহু মানুষদের জীবন জীবিকা। হাজারদুয়ারি সহ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলি বন্ধ থাকলে ক্রমশ সঙ্কটে পড়বে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে টাঙ্গা চালক, টোটো চালক হকার সকলেই। ফলে নিয়ন্ত্রণ বিধির গেরোয় পর্যটক শূন্য নবাব নগরী কবে কোলাহলে ভরে উঠবে সেই আশায় বুক বাঁধছে ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ টাঙ্গা চালকের আর্তি,অবলা জীব গুলোকে বাঁচিয়ে রাখি কী করে