জুলাই 5, 2024
Latest:
ক্রীড়াফিচারসাক্ষাৎকার

শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলাতে চান মানুয়েল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অন্টেনিও লোপেজ হাবাস এটিকে মোহনবাগানের কোচের পদ ছেড়ে চলে যাওয়ার পরে আপাতত দলের দায়িত্বে রয়েছেন তাঁরই সহকারী মানুয়েল কাসালানা। যিনি হাবাসের দেখানো পথেই দলকে আপাতত পরিচালনা করতে চান। চার ম্যাচে জয়হীন থাকার পরে মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রায় হাবাসের সুরেই কথা বললেন তাঁর স্প্যানিশ সহকারী। কী বললেন তিনি, জেনে নেওয়া যাক।

আপনি দীর্ঘদিন অন্টেনিও লোপেজ হাবাসের সঙ্গে কাজ করেছেন। তাঁর কিছু কৌশল কি এই ম্যাচে অনুসরণ করবেন?

উত্তরঃ একশো শতাংশ। অন্টেনিও লোপেজ হাবাস আমার গুরু। তাই তাঁর কৌশলই অনুসরণ করার চেষ্টা করব। শৃঙ্খলাবদ্ধ দল, ভাল মানের প্রতি আক্রমণ, এ সবই থাকবে আমাদের খেলায়।তাঁর কৌশলই অনুসরণ করার চেষ্টা করব।

আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতি (হাবাসের বিদায়) দলের ওপর প্রভাব ফেলবে?

উত্তরঃ কোচ যখন নেই, তখন খেলোয়াড়রাই সব। ওরা জিতলে ওদের কৃতিত্ব, ওরা হারলে ওদেরই দায়িত্ব। এই ম্যাচে হারলে কেউ কোচকে দোষ দিতে পারবে না। এখন খেলোয়াড়দেরই এগিয়ে আসতে হবে, বলতে হবে এটা আমাদের সময়, এখন আমাদেরই দায়িত্ব দলকে জেতানোর। আমার মনে হয়, এই প্রভাবটুকুই পড়বে।

পরের ম্যাচে মাঠে নামার উদ্দেশ্য কী হবে?

উত্তরঃ তিন পয়েন্ট জেতা। একমাত্র লক্ষ্য তিন পয়েন্ট জেতা।

নর্থইস্ট ইউনাইটেড নিয়ে আপনার ধারণা কী?

উত্তরঃ ওরা খুবই ভাল এবং সঙ্ঘবদ্ধ দল। ভাল বিদেশি ও ভারতীয় ফুটবলারের মিশ্রণ। একসঙ্গে অনেকে মিলে আক্রমণে ওঠে। একসঙ্গে পাঁচ-ছ’জন বক্সে ঢুকে পড়ে। সেই জন্যই ওরা বিপজ্জনক। ওদের বিরুদ্ধে যদি আগেই গোল দিয়ে দেওয়া যায়, তা হলে আমাদের দল কিছুটা গুছিয়ে খেলতে পারবে। সেক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা আমরা পাব। আমরা এই ব্যাপারে সিরিয়াস। আমাদের ভাল খেলতে হবে ও জয়ে ফিরতে হবে।