স্বপ্ন সত্যির পথে হেঁটে রাজ্য হস্তশিল্প মেলায় মিতার স্টল

সঞ্চারী সাহা , এনএফবিঃ

শুধু ইচ্ছে আর চেষ্টাকে সঙ্গী করেও যে স্বপ্নপূরণ করা যায় তা আরও একবার প্রমাণ করে দিলেন নিমতার মিতা দাস( নন্দী) ৷

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ৷ অর্থনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগেই বিয়ে হয়ে যায় নিমতায় ৷ দুই কন্যা নিয়ে সুখের সংসার ৷ কিন্তু কোথাও নিজের সুপ্ত প্রতিভাকে মর্যাদা দেওয়ার লক্ষ্যে ছিলেন অবিচল ৷ ছোট থেকেই হাতের কাজে আগ্রহ ছিল ৷ পাটের দড়ি দিয়ে নানান ধরণের শিল্পকর্ম করতে ভালোবাসতেন ৷ সংসারের কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে কখনও বোতলে আবার কখনও বা পাটের দড়ি বুনে ফুলদানি কিংবা টব তৈরী করেছেন ৷ এমনি করেই সারা বছরের জমানো শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছিলেন ইকোপার্কে আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলায় ৷ শুধুমাত্র নিজের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজ ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মিতা ৷

আজই ছিল হস্তশিল্প মেলার শেষদিন ৷ বিগত দুবছর ধরে নিজের তৈরী শিল্পসম্ভার নিয়ে হাজির হয়েছেন তিনি ৷ শীতের নরম মিঠে রোদ মাথায় নিয়ে আত্মবিশ্বাসী মিতার কথায়, “ইচ্ছে আর চেষ্টাই হল নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নপূরণের একমাত্র সম্বল ৷ বাধাবিপত্তি ব্যতিরেকে এভাবেই নিজের ভালো থাকা খুঁজে নিতে শিখছি ৷ চেষ্টা করছি নিজেকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যেতে ৷ “