জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কলকাতায় পালন মেসির জন্মদিন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতার বাঘাযতীনে আর্জেন্টিনা ফুটবল ফ্যানস ক্লাবের উদ্যোগে পালিত হলো লিওনেল মেসির ৩৫ তম জন্মদিন। প্রত্যেকবার ফ্যানস ক্লাবের সম্পাদক উত্তম সাহার উদ্যোগে পালন করা হয় মেসি জন্মদিন। এদিন কেক কাটা হলো ক্লাবে। মেসির বড় বড় ছবি কাটআউট সব কিছুই ছিল। আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের প্রধান উদ্যোগতা আবার ফুটবল প্রেমী ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার বিশ্বকাপ থেকে শুরু করে ২০১৮ সব বিশ্বকাপে দর্শক হিসেবে হাজির ছিলেন। শুধু ১৯৯৪ এবং ১৯৯৮ বিশ্বকাপে যাননি। মেসির খেলা কাছ থেকে দেখা উত্তম সাহা আশা করছেন মেসি যে ফর্মে আছেন তাতে ২০২২ কাতার বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই। উত্তম সাহা জানান,”আর্জেন্টিনা অপরাজিত ৩৩ ম্যাচ এটা একটা রেকর্ড। আগে শুধু মেসি নির্ভর দল ছিল এখন প্রত্যেকটা বিভাগেই ভালো ফুটবলার আছে। বিশেষ করে গোলকিপার। ১৯৮৬-৯০ সালের পরে আর্জেন্টিনা একটা ভালো গোলকিপার পেল। গতবার মেসি নির্ভর দল নিয়ে দল শেষ আটে গেছিল। ফ্রান্স ম্যাচে পেনাল্টি যেটা ফ্রান্স পেলো সেটা ভুল সিদ্ধান্ত ছিল। যাই হোক মেসিকে আটকালে ম্যাচ জেতা যায় সেটা এবার হবে না।”
ইউরোপিয়ান ফুটবলের বিপক্ষে কী কিছু করতে পারবে নীল সাদা ল্যাটিন আমেরিকা ব্রিগেড? উত্তম সাহা জানান, “ওরা জোনাল মার্কিং নির্ভর ফুটবল খেলে। সেটা দিয়ে মেসির মতো ফুটবলারকে আটকানো যায় না এটা আমরা দেখেছি।
আমার মনে হয় মেসির পায়ে কটা পশম আছে সেটা সব বিপক্ষ কোচেরা জানেন। তবুও মেসিকে আটকাতে পারে না। মেসিকে আটকাতে গেলে ম্যান বাড়াতে হবে সেই সুযোগটা এই দলের বাকিরা নিয়ে নেবেন।”

মেসি কোথায় আলাদা মারাদোনা, নেইমারদের থেকে! আর্জেন্টিনা ফুটবল ফ্যানস ক্লাবের সচিব জানাচ্ছেন, “ও আলাদা কারণ বছরের পর বছর আর্জেন্টিনাকে একা টেনেছে। মারাদোনার পরে দীর্ঘদিন বাদে আমরা কোনো ষ্টার পেয়েছি। আর আধুনিক ফুটবল ঘরানাটা কিন্তু মেসিই পাল্টে দিয়েছে এটা অস্বীকার করার উপায় নেই।” শুধু বাঘাযতীনে গোটা বিশ্বের মতো গোটা বাংলা জুড়ে আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা পালন করেন তাঁদের প্রিয় ফুটবলারের জন্মদিন। সবার একটাই প্রার্থনা মেসির হাতে উঠুক অধরা বিশ্বকাপ।