অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
রেকর্ড বুকে নাম ঢুকিয়ে দিলেন ভারতীয় পেস বোলার শার্দুল ঠাকুর। পিটারসেন (৬২), রাসি ভ্যান ডার ডুসেন (১), তেম্বা বাভুমা (৫১), কাইল ভেরেইন (২১), মার্কো জানসেন (২১) ও লুঙ্গি এনগিডি (০) । সমেত সাত উইকেট নিলেন তিনি। কোনো ভারতীয় বোলারের দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই সেরা পারফরমেন্স। যখনই দক্ষিণ আফ্রিকা বড় পার্টনারশিপ গড়ার দিকে এগোচ্ছে, তখনই ব্রেক থ্রু দিয়েছেন শার্দুল। ৩টি মেডেন-সহ ১৭.৫ ওভারে শার্দুল এদিন ৬১ রানে পেলেন ৭ উইকেট। ২২৯ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।