জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ডার্বির মুম্বই ম্যাচেও জয় এলো না, চাপে মোহনবাগান

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

রবিবারের ডার্বির আগে চাপ বাড়লো এটিকে মোহনবাগানের। ডার্বির আগে নিজেদের শেষ ম্যাচে বুধবার যুবভারতীতে মুম্বই সিটিকে হারাতে ব্যর্থ সবুজ মেরুন ব্রিগেড। এগিয়ে থেকেও ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে মাঠ ছাড়লো টিম জুয়ান।

এদিন জয়ের জন্য প্রথম থেকেই ঝাঁপায় এটিকে মোহনবাগান। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় গোলের দরজা খুলে ফেলেছিল এটিকে মোহনবাগান। লিস্টনের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর মুম্বই-দলের রাহুল ভেকে চোট পেয়ে মাঠ থেকে উঠে গেলেন। পরিবর্তে মাঠে নামলেন মেহতাব। ম্যাচের ২৬ মিনিটে এখনও মুম্বই-এর উপর চাপ তৈরি করে রেখেছে মোহনবাগান। তবে ৩০ মিনিটের ম্যাচে সব থেকে বড় সুযোগ পেয়েছিল মুম্বই সিটি। কিন্তু কাজে লাগাতে পারেনি বিপিন গোলের কাছে পৌঁছে গিয়েও ফিনিশ করতে পারলেন না । তবে ৪০ মিনিটে আসে গোলের মুহূর্ত। আশিস রাই গোলের দিকে শট করলেন, বল গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে এবং ফিরতি বলে গোল করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধর খেলা ১-০ ব্যবধানে শেষ হয়।দ্বিতীয়ার্ধেও গোলের জন্য ঝাঁপায় এটিকে মোহনবাগান। ৬০ মিনিটে জনি কাউকোকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে নামান বাগান কোচ জুয়ান ফেরান্দ।৭৬ মিনিটে ডিফেন্স ভুলে গোল খেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড ৷দ্বিতীয়ার্ধেও গোলের জন্য ঝাঁপায় এটিকে মোহনবাগান। ৬০ মিনিটে জনি কাউকোকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে নামান বাগান কোচ জুয়ান ফেরান্দ।৭৬ মিনিটে ডিফেন্স ভুলে গোল খেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। মুম্বই জর্জ দিয়াজ সুন্দর ক্রস করে ম্যাচের সমতা ফেরালেন। হতাশায় ডুব দিলো যুবভারতী।
গোল খেয়ে যেন কেমন ছন্দ হারিয়ে ফেলে এটিকে মোহনবাগান। ৮৫ মিনিটে কণার থেকে পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা গোলের সুযোগ পেলেও গোল করতে পারেননি। ২ দুটো ম্যাচ হয়ে গেলো পোগবার দাদা নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। ৯০ মিনিট শেষ হওয়ার অতিরিক্ত ৪ মিনিট দেওয়া হলেও আর গোল হয়নি ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।
রাজস্থান ম্যাচে হার আর এই ম্যাচ ড্র হওয়ার পরে ডার্বির আগে বেকায়দায় গঙ্গাপাড়ের ক্লাব। ডুরান্ড কাপের পরের রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে গেলো।

এদিন কাজের দিন থাকা সত্ত্বেও মোহনবাগান সমর্থকেরা যুবভারতীতে ভিড় করেন কিন্তু তাঁদের শূন্য হাতেই ফিরতে হলো ৷
বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইমামি ইস্টবেঙ্গল ৷