অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের অভিষেক সিরিজের শুরুটা বেশ ভালোই হল। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আর তারপরে টেস্ট সিরিজেও এল জয়। উচ্ছ্বসিত কোচ দ্রাবিড় নিজেও। মুম্বই টেস্টের পরে তিনি বলেন, “দেখে ভাল লাগছে যে, ছেলেরা সুযোগের সদ্ব্যবহার করেছে। বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে আমরা পাইনি। তাদের জায়গায় যারা খেলেছে, তাদের অবশ্যই কৃতিত্ব। জয়ন্ত যাদবের গতকালটা ভাল যায়নি। ও কিন্তু আজ শিখে নিয়েছে। ময়াঙ্ক, শ্রেয়স, সিরাজ সেভাবে সুযোগ পায়নি। অক্ষর যেভাবে ব্যাট হাতে অবদান রেখেছে, ওর উন্নতি দেখে ভাল লাগছে। আমাদের অনেক বিকল্প বাড়ল। আমরা আরও শক্তিশালী দল হয়ে উঠতে পারছি। চোট-আঘাতের সমস্যা ছিল। খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ভাবে ম্যানেজ করতে হয়েছে। এটা আমার চ্যালেঞ্জের একটা বড় অংশ ছিল। চ্যালেঞ্জ নির্বাচকদের জন্যও। তরুণ খেলেয়াড়রা যেভাবে পারফর্ম করেছে, দল নির্বাচনের জন্য তারা নির্বাচকদের ভাল মাথাব্যথা দিল। এই টিমের সবাই একে অপরকে ভাল করার জন্য অনুপ্রাণিত করবে।”