জুলাই 4, 2024
Latest:
ক্রীড়া

নীরজকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের ছবি, ট্রোলডের মুখে নীতা আম্বানি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপেও ভারতের মুখ উজ্জ্বল করেছেন। চোট নিয়ে খেলেও রুপো জেতেন।

এরপরে আইএসএলের সোশ্যাল মিডিয়া পেজে নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানানো হয় ঐতিহাসিক কীর্তি গড়ার পরে। তবে এখানে বিতর্ক দেখা দিল। পোস্ট করা শুভেচ্ছা বার্তায় নীরজের জায়গায় আইএসএল চেয়ারপার্সন নীতা আম্বানির ছবি পোস্ট করা হয় । আর শুভেচ্ছা জানানো হয় নীরজকে।

সেই কারণেই আইএসএল-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানানো হয় ঐতিহাসিক কীর্তি গড়ার পরে। তবে এখানেই বিতর্ক। পোস্ট করা শুভেচ্ছা বার্তায় নীরজ চোপড়ার বদলে ব্যবহার করা হল নীতা আম্বানির ছবি। এরপরেই নোটিজেনদের একটা অংশের ট্রোলডের মুখে পড়তে হয় নীতাকে কেউ লেখেন, এই ছবির মানে কী! যে জিতেছে তার ছবি দিলে ভালো হত। কেউ আবার বলেন পদক জয়ের জন্য নীতা আম্বানিকে শুভেচ্ছা।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যােভলিনে রুপো জেতেন পানিপথের ছেলে অলিম্পিক সোনা জয়ী নীরজ। তিনি ৮৮.১৩ মিটার বর্শা ছুড়ে রুপো জেতেন । অলিম্পিক, ডায়মন্ড লিগের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে ধারাবাহিক ভাবে দেশের মুখ উজ্জ্বল করছেন নীরজ।

১৯ বছর আগে ভারতের অ্যাথলিট অঞ্জুববি জর্জ এই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়েনশিপে পদক জিতেছিলেন। তারপর নীরজের হাত ধরে ১৯ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদক জিতল ভারত
নীরজের এই রুপো জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজের রুপো জয়ের পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন, “দেশের অন্যতম সেরা অ্যাথলিটের বিরাট কীর্তি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে রুপোর পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। ভারতের ক্রীড়াক্ষেত্রে এক বিশেষ মুহূর্ত । আগামীদিনের জন্য শুভেচ্ছা রইল ।”
যদিও চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যান নীরজ চোপড়া। অলিম্পিক পদকজয়ী নীরজ ছিটকে যাওয়ায় কমনওয়েলথ গেমসে একটি নিশ্চিত পদক হাতছাড়া হল ভারতের। ২৮ জুলাই থেকে শুরু হবে কমনওয়েলথ গেমস।
নীরজ হিন্দি আর ইংরেজিতে খোলা চিঠিতে দেশবাসীকে লেখেন,” খুব খারাপ লাগছে বার্মিহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসে আমি নামতে পারবো না । কারণ আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে চোট অনুভব করি তবে এখান থেকে পদক জেতা খুব গর্বের।”