জুলাই 5, 2024
Latest:
জাতীয়স্বাস্থ্য

ওমিক্রনের থাবা এবার ভারতেও! কর্ণাটকে মিলল দুই আক্রান্তের হদিশ

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

স্বস্তি স্থায়ী হল না। করোনার নতুন স্ট্রেনের থাবা এবার ভারতেও। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগারওয়াল জানান, ওমিক্রন আক্রান্ত দুই জনের হদিশ ভারতে মিলেছে। সংক্রমিত দুই জনও কর্ণাটকের বাসিন্দা। তাঁদের মৃদু উপসর্গ রয়েছে। যদিও স্বাস্থ্য সচিব আশ্বস্ত করে বলেছে, দেশ এবং বিশ্বে ওমিক্রন আক্রান্তদের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। আশাঙ্কাজনক অবস্থা এখনও কোনও রোগীর হয়নি।

করোনার নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের আশঙ্কা বিন্দুমাত্র অসর্তকতায় গুনতে হতে পারে কড়া মাশুল।

এই অবস্থায় ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান চালুর যে ঘোষনা করেছিল অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সেই সিদ্ধান্ত এখনও প্রত্যাহার করা হয়নি। যদিও ওমিক্রন নিয়ে রাজ্য সরকারগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।