জুন 29, 2024
Latest:
ক্রীড়া

মহড়ায় পরাস্ত পাকিস্তান, জয়ী শ্রীলঙ্কা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়া কাপ ফাইনালের মহড়ায় পাকিস্তানকে পাঁচ উইকেটে হারাল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১২১ রানেই অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ওয়ানিন্দু হসরঙ্গা (৩/২১), মাহিশ তিকশানা (২/২১), প্রমোদ মাদুশানদের (২/২১) সামনে বাবর আজম (২৯ বলে ৩০) ও মহম্মদ নওয়াজ (১৮ বলে ২৬) ছাড়া কেউ রুখে দাঁড়াতে পারেননি। জবাবে ১৭ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। হ্যারিস রাউফ (২/১৯), মহম্মদ হাসনাইন (২/২১) চেষ্টা করলেও পাথুম নিসাঙ্কা (৪৮ বলে ৫৫ অপরাজিত) কোনও বিপদ আসতে দেননি।