অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দশবার কোনো টেস্ট সিরিজে সেরার পুরস্কার পেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। সিরিজ সেরার পুরস্কার, মুম্বই টেস্টে দশ উইকেট পাওয়া আজাজ প্যাটেলের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে অশ্বিন বলেন,”পিচ থেকে কিছুটা ভাগ্যর সাহায্য পেয়েছে আজাজ। দুরন্ত পারফর্ম করেছে ও। ওয়াংখেড়েতে পাঁচদিন বল টার্ন করে না। তার পরও আজাজ কিন্তু নিজেকে মেলে ধরেছে। সবচেয়ে বড় কথা হল, ও সিমটা চমৎকার ব্যবহার করেছে। ধারাবাহিক ভাবে বলটা একবারে ঠিক জায়গায় রেখেছে। যে কারণে সাফল্য পেয়েছে। তবে ওর ১০ উইকেট পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও কপাল জড়িয়ে ছিল।”