অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতকে খাদের কিনারা থেকে বের করেছে লোকেশ রাহুলের শতরান। আর এরপরে নিজেই অবাক রাহুল। এদিন রাহুল এক সাক্ষাৎকারে জানান,”এটা আমার কাছে সত্যিই বিশেষ। প্রতিটা সেঞ্চুরিই প্রত্যেককে আনন্দ দেয়। যখন কেউ সেঞ্চুরি করে, তখন অনেক আবেগের মধ্যে দিয়ে যায়। যখন ৬-৭ ঘণ্টা ব্যাট করতে হয়, সেটা সত্যিই একটা অসাধারণ ইনিংস। এবং প্লেয়ার হিসেবে আমরা এগুলোই চাই। এটা আমার কাছেও আশা করা হয়। একবার আমি ভালো শুরু করার পর, আমি আমার ব্যাটিং উপভোগ করতে শুরু করি। আমি আমার ব্যাটিং চালিয়ে গিয়েছি এবং খুব বেশি চিন্তা করিনি।”