অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার চারদেশিয় টুর্নামেন্টের প্রস্তাবে রাজি নয় বিসিসিআই (BCCI)। এদিন বোর্ড সচিব জয় শাহ কার্যত তা বুঝিয়ে দিলেন।
রামিজ রাজা কয়েকদিন আগে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে সুপার সিরিজ আয়োজনের প্রস্তাব দিতে চলেছেন আইসিসি (ICC) কে। এরপর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে একটা গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু সেই ম্যাচ হওয়ার যে কোনওরকম সম্ভাবনা নেই, তা সোমবারই কার্যত বুঝিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। রামিজ রাজা কয়েকদিন আগে এই প্রস্তাবে বলেছিলেন যে এই প্রতিযোগিতা থেকে যথেষ্ট আর্থিক লাভ আইসিসি (ICC)’র হবে। আর সেই লভ্যাংশ শুধু তাদের নয়,আইসিসি (ICC)’র অনুমোদিত প্রতিটি বোর্ডকেই ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ এক ঘন্টায় শেষ ভারত পাক ম্যাচের টিকিট
জয় শাহ বলেন,ছোট সিরিজ নয়, আপাতত আইসিসির তত্ত্বাবধানে বড় প্রতিযোগিতা নিয়েই ভাবতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে টি২০ সুপার সিরিজে ভারত নামবে না। আপাতত সামনের বিশ্বকাপ ও ক্রিকেটকে অলিম্পিকের অংশ গ্রহন করা নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই (BCCI)। এই মুহূর্তে এমন ধরণের কোনও ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। বরং ক্রিকেটের স্বার্থ আরও বড় মঞ্চ নিয়ে তারা ভাবতে চাইছে। বোর্ড কর্তাদের মতে তারা এখন ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বেশি উৎসাহী। আর অবশ্যই তা টি২০ কিংবা একদিনের ম্যাচ নয়, ভারত যাতে ঘরের মাঠে বেশি টেস্ট খেলতে পারে সেদিকেই নজর দিচ্ছে বিসিসিআই।
২০১২-১৩ মরশুমে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নেমেছিল ভারত। এরপর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হতে দেখা যায়নি তাদের মধ্যে। কিন্তু দুই দেশের রাজনৈতিক লড়াইতে সেটা সম্ভব হচ্ছে না। পাকিস্তান থেকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে দুই দেশের ক্রিকেট সিরিজ হওয়ার, কিন্তু বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দেবেন তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপে ফের দেখা হবে ভারতের। গত টি২০ বিশ্বকাপের ম্যাচে ভারতকে দশ উইকেটে হারিয়ে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় পায় পাকিস্তান।