অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সব সমালোচক যখন ঋদ্ধিমান সাহার ক্রিকেট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন ঋদ্ধি প্রমাণ করলেন চ্যাম্পিয়নদের নিয়ে কখনও শেষ কথা বলা উচিত নয়। পিঠে চোট নিয়ে চতুর্থ ইনিংসে দলের প্রয়োজনে যে অর্ধশতরান করলেন সেটা সেঞ্চুরির থেকে কম কিছু নয়। নিয়মিত সুযোগ পান না, টেস্ট দলে জায়গা টিকিয়ে রাখার জন্য ব্যাট হাতে বড় রান করা জরুরি হয়ে পড়েছিল ঋদ্ধিমানের। শেষমেশ কানপুরেই দলের দরকারের সময় হাফ-সেঞ্চুরি করে সমালোচকদের মোক্ষম জবাব দেন ঋদ্ধিমান। গ্রিন পার্কের প্রথম ইনিংসে ১২ বলে ১ রান করে আউট হয়েছিলেন ঋদ্ধি। পরে ঘাড়ে চোট পাওয়ায় তৃতীয় দিনে ফিল্ডিং করতে নামেননি তিনি। তাঁর পরিবর্তে উইকেট কিপিং করেন কেএস ভরত। তবে চতুর্থ দিনে ব্যাট হাতে মাঠে নামেন ঋদ্ধিমান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষমেশ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। যদিও চতুর্থ ইনিংসে ফের চোটের জন্য মাঠ ছাড়লেন কিপিং থেকে। কিন্তু দলের জন্য কাজের কাজ করলেন ভারতীয় ক্রিকেটের এই নীরব যোদ্ধা।