বিজ্ঞানের বিজয় রথ ছুঁয়ে ফেলল নক্ষত্রকে! নাসার পার্কার সূর্যের উঠোনে

এনএফবি, নিউজ ডেস্কঃ

অবিশ্বাস্য হলেও সত্যি! পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রকে স্পর্শ করল মানুষের তৈরি মহাকাশযান। সূর্যের ‘উঠোনে’ ঢুকে এই বিরল ইতিহাস গড়ল নাসার মহাকাশযান পার্কার। সংগ্রহ করল সৌর পদার্থের নমুনা প্লাজমাও। মঙ্গলবার মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়েছে।

কোনও বাড়ি ও তার সদর দরজার মধ্যে যেমন দূরত্ব থাকে তেমনি সূর্য এবং তার বহিরাবরণ ‘করোনা’র মধ্যেও সেইরকম একটা দূরত্ব আছে। যাকে চলতি কথায় সূর্যের ‘উঠোন’ বলা যেতে পারে। নাসার সৌর তদন্তকারী মহাকাশ যান যেই উঠোনেই প্রবেশ করেছে। যানটি সেখানে প্রবেশ করে গত ২৮ এপ্রিল, তখন সেখানে আনুমানিক তাপমাত্রা ২ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। নাসার এই সাফল্য আগামী দিনে শুধু সূর্য নয়, ছায়াপথের অন্য নক্ষত্রকেও চিনতে সাহায্য করবে বলে বিজ্ঞানীদের ধারণা। উল্লেখ্য, ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল পার্কার।