এনএফবি, নিউজ ডেস্কঃ
সাত দিনের লড়াই শেষে প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়া বিমান দুর্ঘটনায় আগেই জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই কপ্টারের একমাত্র জীবিত যাত্রী ছিলেন ক্যাপ্টেন বরুণ। গুরুতর আহত অবস্থায় বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ প্রয়াত হন।
Group Captain Varun Singh, the lone survivor in the helicopter crash, dies: IAF
— Press Trust of India (@PTI_News) December 15, 2021