জুলাই 5, 2024
Latest:
প্রেরণার উৎস

প্রতিবন্ধকতা থেকেই শাহীনা পেয়েছেন অনুপ্রেরণা

এনএফবি, নিউজ ডেস্কঃ

জীবনে প্রেরণা শক্তি দেয়। যে শক্তি স্বপ্ন সত্যি করতে উদ্বুদ্ধ করে। নেটফ্লিক্স সিরিজের এক ছবি তেমনি এক স্বপ্ন সত্যি করার কাহিনীকে সামনে নিয়ে আসে।

বর্তমানে মাইক্রোসফটের একজন প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার শাহীনা আত্তারওয়ালা, এক সময় যিনি বড় হয়ে উঠেছিলেন বস্তিতে। নেটফ্লিক্সের ‘ব্যাড বয় বিলিয়নেয়ারসঃ ইণ্ডিয়া’ তে দেখানো মুম্বাইয়ের এক বস্তি দেখানো হয়।সেই বস্তির দৃশ্য দেখাই শাহীন মনে পড়ে যায় তাঁর পুরানো জীবন সংগ্রামের কথা। টুইটে তিনি জানান, “ টোতে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি আমাদের। সেই সময় জীবন খুব কঠিন ছিল। জীবন যাপনের পরিস্থিতি, লিঙ্গ পক্ষপাত এবং যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছিল। সেখান থেকেই আমি জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।“

জানা গেছে, শাহীনা বান্দ্রা রেলস্টেশনের কাছে দরগা গালি বস্তিতে থাকতেন। তার বাবা তেলের ফেরিওয়ালা ছিলেন, যিনি উত্তরপ্রদেশ থেকে মুম্বইতে চলে আসেন। শাহীনা তার বাবাকে টাকা ধার করাতে রাজি করায় যাতে সে স্থানীয় কম্পিউটার ক্লাসে ভর্তি হতে পারে। এরপর তার নিজের কম্পিউটার কেনার জন্য, সে দুপুরে খাবার না খেয়ে হেঁটে বাড়ি ফিরতেন। সেই টাকা বাঁচিয়ে রাখতেন তিনি।

শাহীনা বলেন, আমার বাবা একজন ফেরিওয়ালা ছিলেন। রাস্তায় ঘুমাতাম ঠিকই কিন্তু স্বপ্ন দেখতে ছাড়িনি। ভাগ্য কঠোর পরিশ্রম এবং লড়াই করে গিয়েছি সবসময়। ২০২১ সালে আমার পরিবার একটি ফ্ল্যাট কিনেছে। সেখানকার ব্যালকনি থেকে আকাশ দেখা যায়। জীবনে কিছু অর্জনের জন্য নিজের দক্ষতা বৃদ্ধি করা উচিৎ। কোননা কোন দিন সেটাই গেম চেঞ্জার হয়ে যাবে জীবনে।

শাহীনার স্বপ্ন সত্যি করার কাহিনী স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা পেয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সফলতা কোন দিন নিশ্চিন্তে ঘরের দুয়ারে আসে না। তার জন্য সবপ্ন দেখা এবং সত্যি করার জেদ রাখতে হয়। শাহীনার এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে সফলতার লড়াই প্রেরণা দেবে অনেক হার না মানা মানুষকে।


1 thought on “প্রতিবন্ধকতা থেকেই শাহীনা পেয়েছেন অনুপ্রেরণা

  • Samagya Das

    Admirable

Comments are closed.