জুলাই 5, 2024
Latest:
রাজ্য

পুলিশি বাধায় সরব শুভেন্দু

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

শুভেন্দু অধিকারীকে জেলার বাইরে অর্থাৎ হওড়ার উলুবেড়িয়াতে যেতে বারণ কাঁথি পুলিশের। তবে জেলার মধ্যে কোথাও যেতে বারণ নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ সকালে শুভেন্দু অধিকারীর হাওড়া যাওয়ার কথা ছিল। যেহেতু হাওড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে সে কারণে বিরোধী দলনেতাকে হাওড়া যেতে বারণ করে নোটিশ পাঠায় কাঁথি থানার পুলিশ। অপরদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুধু নোটিশ পাঠানো নয়, তিনি যাতে বাইরে যেতে না পারেন তার জন্যে তাঁর বাড়ির কাছে গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড করেছে পুলিশ।

রবিবার সকালে শান্তিকুজ্ঞের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” বাড়ির বাইরে যেতে বারণ করাটা অসভ্যতা। আমি আইন মেনে চলি। ১৪৪ ধারা জারি থাকলে চার জনের বেশি লোক নিয়ে জমায়েত কিংবা যাতায়াত করা যাবেনা। আমি আইন মেনে এলাকায় যাওয়ার চেষ্টা করব। কারণ বিকেলে কলকাতার একটি অনুষ্ঠানে আমার যোগ দিতে যাওয়ার কথা। আর কলকাতা যেতে গেলে হাওড়া গ্রামীণের ওপর দিয়ে যেতে হবে। আমি ১৪৪ মেনে একা যাওয়ার জন্যে বলেছি। আমার ধারণা কোলাঘাটে আমাকে আটকানো হবে।”

আরও পড়ুনঃ বিরোধী দলনেতার বাড়ির সামনে মোতায়েন পুলিশ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)