জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমারই

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেই থেমেছিল ভারতীয় দল। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে সেই ম্যাচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও ভারতায় দলের হয়ে নজর কেড়েছিলেন সূর্যকুমার যাদব। টি টোেয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। মহম্মদ রিজওয়ানকে টপকে গিয়েছিলেন তিনি। ভারতের হয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি জিততে পারেননি ঠিকই, কিন্ত দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষেই রয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে হয়ে ফুল ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি কোনও বোলাররা। পাকিস্তান ম্যাচ বাদ দিলে, বেশিরভাগ ম্যাচেই দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের দাপট। শুধু তাই নয় ভারতীয়দলের হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মাবিকও ছিলেন সূর্যকুমার যাদব। বুধবারই প্রকাশিত হয়েছে র‍্যাঙ্কিংয়ের তালিকা। সেখানেই শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব।

আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রম তালিকা
১. সূর্যকুমার যাদব – ৮৫৯

২. মহম্মদ রিজওয়ান – ৮৩৬

৩. বাবর আজম – ৭৭৮

৪. ডেভন কনওয়ে – ৭৭১

৫. এডেন মার্করাম – ৭৪১

৬. ডেভিড মালান – ৭১৯

৭. রাইলি রসো – ৬৯৩

৮. গ্লান ফিলিপস – ৬৮৪

৯. অ্যারণ ফিঞ্চ – ৬৮০

১০. পাথুম নিসাঙ্কা – ৬৭৪