এনএফবি, নিউজ ডেস্কঃ
মায়ানমারের আদালত আউং সান সু চিকে চার বছরের কারাদন্ড দিয়েছে, জুন্টা মুখপাত্র সূত্রে এই খবর জানা গেছে। সু চি-র বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনে মায়ানমারের সামরিক সরকার। তাঁর বিচার চলছে চলতি বছরের জুন মাস থেকে। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি গৃহবন্দি। দেশে সামরিও অভ্যুত্থান হতেই বাড়িতে বন্দি করা হয় এই নোবেলজয়ীকে। সু চি-র সঙ্গে তাঁর দল ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র কয়েকজন নেতানেত্রীকেও বন্দি করা হয়।
সু চি-র বিরুদ্ধে করোনা অতিমারীর নানা বিধি লঙ্ঘনের অভিযোগের পাশাপাশি আইন ভঙ্গের আরও অনেক অভিযোগ ছিল সেইসঙ্গে নোবেলে শান্তি পুরস্কারজয়ীর বিরুদ্ধে নগদ ৬ লক্ষ ডলার অবৈধভাবে নেওয়া, রাষ্ট্রদ্রোহ এবং নির্বাচনে কারচুপির মতো গুরুতর অভিযোগ আনে সেনা। গত ৫ জুন থেকে বিচার শুরু হয় মায়ানমারের প্রাক্তন এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে।
#BREAKING Myanmar’s Suu Kyi jailed for four years: govt spokesman pic.twitter.com/hnEXvgYNwX
— AFP News Agency (@AFP) December 6, 2021