এনএফবি, নিউজ ডেস্কঃ
ভারতে নতুন করে আরও একজনের শরীরে পাওয়া গেল করোনার নতুন প্রজাতি ওমিক্রমনের হদিশ। আক্রান্ত ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ২৪ নভেম্বর মুম্বাইয়ে আসেন ৩৩ বছর বয়সী এই যুবক। কেপটাউন থেকে ভায়া দুবাই হয়ে দিল্লি পৌঁছান তিনি। তারপর মুম্বাই আসে। ২৪ নভেম্বর সামান্য জ্বর আসে এই যুবকের এছাড়া আর কোনও উপসর্গ পাওয়া যায়নি। তাঁকে মুম্বাইয়ের কল্যাণ-ডোম্বিভলির কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে চিকিৎসার জন্য। জানা গেছে, আক্রান্ত যুবক করোনা টিকার একটি ডোজও নেননি। তাঁর সংস্পর্শে আসা ১২ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং ২৩ জন কম ঝুঁকিপূর্ণ ব্যক্তির কোভিড পরীক্ষা করা হয়েছে, একইসঙ্গে দিল্লি-মুম্বাই বিমানের ২৫ জন যাত্রীরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের সকলের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তাঁর সংস্পর্শে আসা আরও মানুষের সন্ধান চলছে।
এই নিয়ে ভারতে মোট ৪ জনের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন।
Man, who returned from foreign country, to Kalyan Dombivali municipal area near Mumbai, tests positive for Omicron variant of coronavirus: Maha health department director
— Press Trust of India (@PTI_News) December 4, 2021