জুলাই 27, 2024
Latest:
Videos

দর্শকদের জন্য উন্মুক্ত পাথুরিয়াঘাটা রাজবাড়ির দ্বার

কলকাতার প্রাচীন ঐতিহ্যকে আজও বহন করে আসছে পাথুরিয়াঘাটার খিলাত ভবন।যা পাথুরিয়াঘাটা রাজবাড়ী নামে পরিচিত। সিটি অফ জয়ের ঐতিহ্যবাহী প্রাচীন বাড়িগুলি যখন ধ্বংসস্তুপে পরিণত হয়ে চলেছে তখন ভালোভাবে সংরক্ষিত এই বাড়ি।

উনিশ শতকের প্রথম দিকে এই বাড়ি তৈরি করেন খিলাত চন্দ্র ঘোষ। এই বাড়ির দুর্গাপুজোয় বিখ্যাত। টালা ট্যাংক তৈরির জন্য জমি দান করেছিলেন খিলাত চন্দ্র ঘোষ। এবার এই বাড়িকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল। যে কেউ চাইলে এই বাড়ি ঘুরে দেখতে পারবেন চাইলে বাড়িটি কোন অনুষ্ঠানের জন্য ভাড়াও নিতে পারবেন। সম্প্রতি একটি বিশেষ ফটোশুটের মাধ্যমে এই রাজবাড়িটির জনসাধারণের জন্য খুলে দেওয়া হল।
এদিন এই রাজবাড়ীতে বিয়ের ফটোশুটের আয়োজন করা হয়। এদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী ঘোষ, রিনি ঘোষ, প্রত্যয় সরকার ও ইন্দ্রনীল বুবাই সেনগুপ্তকে।

পাথুরারিয়াঘাটা রাজাবাড়ির এক্সক্লুসিভ ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

YouTube player