দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

corona

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

তুলনামূলক বিচারে গতকালকের চেয়ে দেশে কমল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮,৩১৮ জন। মৃত্যু হয়েছে ৪৬৫ জন আক্রান্তের। করোনা প্রকোপে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৬৭ জন আক্রান্ত। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ১৯ জন। দেশে মোট ১২১.০৬ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।