জুলাই 8, 2024
Latest:
অর্থনীতিলেটেস্ট

মদ বিক্রি করে রাজ্যের আয় বৃদ্ধি ১,২৩৮ কোটি

এনএফবি, কলকাতাঃ

ফের মদ বিক্রি করে রাজস্ব আদায়ে রেকর্ড করল রাজ্য। সদ্য শেষ হওয়া অর্থ বছরে আবগারি শুল্ক বাবদ রাজ্যের আয় ১৩ হাজার ৬০০ কোটি। যা পূর্বের আর্থিক বছরের তুলনায় ১ হাজার ২৩৮ কোটি টাকা বেশি। গত নভেম্বরেই মদের উপর থেকে ২৫ থেকে ৩০ শতাংশ কোর কমায় রাজ্য সরকার। পাশাপাশি চোরাচালান বন্ধ নতুন আবগারুই নীতি কার্যকর করা হয়। এর ফলেই আয় বৃদ্ধি বলে মনে করছে আবগারি দফতর।

অনেক ক্ষেত্রে বাংলায় বিদেশ থেকে আমদানি করা মদের দাম দিল্লির তুলনায় কম। এর ফলে রাজ্যে এ ধরণের মদের বিক্রি প্রায় ২০০গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যে আবগারি শুল্ক দফতর থেকে আয় হয়েছিল ১১ হাজার ২৩৬ কোটি টাকা। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৩৬২ কোটি টাকা। দুর্গা পুজোর সময়েই প্রায় ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল রাজ্যে। এছাড়াও ইংরেজি বর্ষ বিদায়, নিউ ইয়ার এবং দোলের দিনগুলিতে কোভিড বিধিতে ছাড় দেওয়ায় রাজ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ ২২টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল ব্লক