অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বল বিকৃতি কাণ্ডের তিন বছর পর ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন স্টিভ স্মিথ। অ্যাডিলেড টেস্টে ক্যাপ্টেন্সি করবেন স্মিথ। আসলে অ্যাসেজে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সন্ধ্যায় রেস্তরাঁয় গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই এক ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন বলে জানা যায়। তাঁর সংস্পর্শে এসেছিলেন কামিন্স। সেই কারণে সাত দিনের জন্য নিভৃতবাসে পাঠানো হয়েছে তাঁকে। তবে আইসিসি জানিয়েছে কামিন্স জৈবদুর্গের কোনও নিয়ম ভাঙেননি।