এসএসকেএম-এ নার্সদের ধারাবাহিক আন্দোলনের ১৫ দিন আজ

এনএফবি, কলকাতাঃ

বেতন বৈষম্য-সহ একাধিক দাবীতে এসএসকেএমে নার্সদের ধারাবাহিক আন্দোলন আজ পনের দিনে পড়ল। গত ৬ নভেম্বর শনিবার পেশাগত বিভিন্ন দাবী জানিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে মিছিল করে এক্সাইড মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

বেতন নিয়ে বৈষম্য, বদলি-সহ একাধিক অভিযোগ রয়েছে নার্সদের। অচলাবস্থা কাটানোর দাবীতে হাসপাতাল চত্বরে নার্সদের এই বিক্ষোভ নিয়ে আপত্তি তুলেছে একটি সংগঠন। বিক্ষোভের জেরে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। এমনকি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে।
অপরদিকে, নার্সরা জানিয়েছেন তাঁদের দীর্ঘ বঞ্চনার কথা আবেদন নিবেদনের মাধ্যমে জানিয়ে সমস্যার কোন সামাধান হয়নি তাই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা। এই বিষয়ে আগামী সোমবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন বলে জানা গেছে।