জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

আজ অভিযান সফল, জলপাইগুড়িতে বললেন সেলিম

এনএফবি, জলপাইগুড়িঃ

শুক্রবার জলপাইগুড়িতে মহম্মদ সেলিমের নেতৃত্বে জেলা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷ কিছুদিন আগেই বাম ছাত্র- যুবদের ইনসাফ সভা থেকে সেলিম বুঝিয়েছিলেন হিসাব বুঝে নেওয়ার জন্য বামেদের আগামী প্রজন্ম তৈরি রয়েছে ৷ আর আজ ৬৫ বছর বয়সী মহম্মদ সেলিমকে দেখা গেল এক তরুণ যুবকের ন্যায় জন প্রতিনিধি হিসেবে ৷ ব্যারিকেড ভেঙে ঝটপট উঠে গেলেন আবার লাফিয়ে নেমে সোজা চলে গেলেন সভা মঞ্চের দিকে ৷ বয়সের ছাপ যে শরীরে একদমই পড়েনি, তা তিনি আজ প্রমাণ করে দিলেন ৷

তীব্র প্রতিবাদী হয়ে আজ সেলিম বলেন, “আজ অভিযান সফল, এবার ফিরে গিয়ে পঞ্চায়েত, বিডিও অফিস ঘেরাও করুন ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন, ভোট লুঠ রুখতে হবে ৷ ইডি সিবিআই টাকা উদ্ধার করছে ৷ কিন্তু টিকটিকি আইবি, তৃণমূলের ঝান্ডা দেখে এই রাজ্যের পুলিশ চুপ ৷ বিজেপির ঝান্ডা দেখে ইডি সিবিআই চুপ, ঝান্ডার রঙ দেখে নয়, চোর দেখে চোর ধরো, জেলে ভরো “৷ তিনি আরও বলেন ,গাঁজা আর ফেন্সিডিলে যত কেস দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের থানা গুলোতে তত গাঁজা আর ফেন্সিডিল পাওয়া যাবে তো? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রসঙ্গে বলেন , সিবিআই হেফাজতে থেকেও এখন ও কেন পদত্যাগ করেনি তিনি ৷

বামেদের জেলা পরিষদ অভিযান আটকাতে তৎপর পুলিশ প্রশাসন

বক্তব্য রাখার পাশাপাশি তিনি এদিন দুপুর তিনটে নাগাদ নেতাজি পাড়া থেকে মিছিলে যোগদান করেন ৷নিয়মিত একশ দিনের কাজের দাবি,বকেয়া অর্থ প্রদান সহ একাধিক দাবিতে চলে মিছিল ৷

YouTube player