জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ঘুরিয়ে অতিরিক্ত ক্রিকেটকে একহাত বিরাটের

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

ফের ভারত অধিনায়ক বিরাট কোহলির ক্ষোভ অতিরিক্ত ক্রিকেট নিয়ে। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বিরাট বলেন, “মানসিকভাবে সুস্থ থাকাটাও অত্যন্ত প্রয়োজনীয়। এটা মানতে হবে করোনা আর বায়ো বলয় এসে যাওয়ায় আমরা আর আগের মতো সাধারণ পরিবেশে ক্রিকেট খেলতে পারি না। সে কারণে পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয়। এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এখন হয়ত ক্রিকেট খেলছেন না। আগামীদিনে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সেইসব ক্রিকেটারদের কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপর চাটার্ড ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হবে। ফলে অনেকগুলো বিষয় এরমধ্যে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিষয়টা সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে।“ একদিকে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বলার ফাঁকে নিজের বিশ্রামের কথাও বলে দিলেন। নেটে বিরাটকে এদিন থ্রো ডাউন করালেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।