জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। রবিবার সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৭৬ রানে আটকে গেল কিরণ পোলার্ডের দল।

এই দিন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দুরন্ত বোলিং করেন যুজবেন্দ্র চহাল। এই দিন ৪টি উইকেট তোলেন তিনি। দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসেবে ১০০টি উইকেট তুলে নিয়েছেন চহাল। এছাড়াও ওডিআই’তে ১০০ উইকেট শিকারির তালিকায় নাম তুলেছেন তিনি। চহালের পাশাপাশি এই দিন ম্যাচে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা(২টি), মহম্মদ সিরাজ(১টি) এবং ওয়াসিংটন সুন্দর(৩টি)। এই ম্যাচে ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে বেশি রান তোলেন জেসন হোল্ডার(৫৭)। এছাড়া কেউই বেশিক্ষণ তাদের উইকেট ধরে রাখতে পারেননি।

আরও পড়ুনঃ ইতিহাসের স্বাক্ষী ভারতের

১৭৭ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নামেন রোহিত এবং ঈশান কিষান। উল্লেখ্য নতুন বছরে এই প্ৰথম ম্যাচ খেললেন হিটম্যান। এতদিন চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁকে। এই দিন দুর্দান্ত ছন্দে ব্যাটিং করে ৫১ বলে ৬০ রানের ইনিংস খেলেন রোহিত। এতদিন পর রোহিত ব্যাট হাতে রান পেলেও নিয়মিত থাকা সত্ত্বেও ছন্দে দেখা গেল না বিরাট কোহলি’কে। এই ম্যাচে মাত্র ৮ রান করেই আউট হয়ে যান তিনি। তবে এদিন চার উইকেট হারিয়ে দুরন্ত জয় তুলে নেন বিরাট-রোহিত’রা।