জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

স্ত্রী বাপের বাড়ি যাচ্ছেন আনন্দে উৎফুল্ল চাহাল, ভিডিও ভাইরাল

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

ফের শিরোনামে যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভর্মা। মঙ্গলবার রাজস্থান রয়্যালয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে ধনশ্রীকে বলতে শোনা যায়, ‘আমি এক মাসের জন্য বাপেরবাড়ি যাচ্ছি।’ তা শুনে আনন্দে লাফিয়ে ওঠেন চাহাল। বউয়ের গাল টিপে দিয়ে বসে-বসেই নাচতে শুরু করেন। তারপর দাঁড়িয়েও নাচতে থাকেন। আর ধনশ্রীর মুখে ‘এটা কী হচ্ছে’ অভিব্যক্তি দেখা যায়। মজার ছলে বানানো সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

কিছুদিন আগেই ভারতীয় স্পিনার চাহাল এবং ধনশ্রীর বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। ধনশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখা যায় যে নিজের প্রোফাইল থেকে চাহালের পদবি সরিয়ে দিয়েছিলেন ধনশ্রী। আর সেই নিয়েই জল্পনা শুরু হয় বিচ্ছেদের । এরপর জল্পনা উড়িয়ে দেন চাহাল এবং ধনশ্রী।

চাহাল বলেন, ‘আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের সম্পর্ক সম্পর্কিত যে কোনও ধরণের গুজবে বিশ্বাস করবেন না। দয়া করে এটি এখানেই শেষ করুন। যদি আপনি না করেন সবকিছু জানি না, এটা নিয়ে এগিয়ে যাবেন না।’ একইসুরে ধনশ্রী জানান, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আরও একটি অস্ত্রোপচার করতে হবে। চাহালের সঙ্গে বিচ্ছেদের যে খবর ছড়িয়েছে, তা অত্যন্ত ঘৃণ্য।
এরপরেই নতুন জল্পনা তৈরী হয় চাহাল ইন্সট্রাগ্রাম স্টোরিতে লেখেন,New Life Loading (নতুন জীবন লোডিং)।’ ভাবা হয় চাহাল বাবা হতে চলেছেন। যদিও এই বিষয়ে তারা কেউই কথা বলেননি ।

ভারতীয় দল থেকে কিছুদিন বাদ পড়ার পরে দারুণ ভাবে ফিরে আসেন এই ভারতীয় স্পিনার। এরপর তিনি কারণ হিসেবে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করে চাহাল জানান,রোহিত ভাই সবসময় আমাকে উইকেট ‘টেকিং’ বোলার হিসেবে ব্যবহার করেছেন। আমি ওর কাছ থেকে যে স্বাধীনতাটা পেয়েছি সেটা যে কোনও বোলার তার অধিনায়কের থেকে প্রত্যাশা করে। রোহিত ভাই আমাকে সবসময় জিজ্ঞাসা করে আমি বোলার হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে কি করতে চাই। আমাকে বোলার হিসেবে বুঝিয়ে দেন যে কোনও ওভারেই আমি রিল্যাক্স করতে পারব না।’
এশিয়া কাপে ভারতীয় দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। এক নজরে ভারতীয় দল এশিয়া কাপ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।