জুলাই 3, 2024
Latest:
প্রযুক্তিফিচার

হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার, সুবিধা গুলোর এক ঝলক

এনএফবি,ওয়েব ডেস্কঃ

ব্যবহারকারীদের সুবিধার্থে সদা তৎপর বিশ্বের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ সংস্থা ৷ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরণের সুবিধা রয়েছে এই মেসেজিং অ্যাপে ৷ তবে আরও সুবিধার কথা মাথায় রেখে নতুন এক গুচ্ছ ফিচার আনতে চলেছে হোয়াটস অ্যাপ সংস্থা ৷

নিঃশব্দে গ্রুপ ত্যাগ

আগামীতে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা গ্রুপের অন্যান্য সদস্যদের না জানিয়েই নিঃশব্দে গ্রুপ ত্যাগ করতে পারবে ৷ শুধু অ্যাডমিনরাই তা জানতে পারবেন ৷

ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়া যাবেনা

হোয়াটস অ্যাপে ভিউ ওয়ান্স মেসেজ ফিচার চালু থাকলেও অনেকে তা স্ক্রিনশটের মাধ্যমে রেকর্ড রাখতে চান ৷ তবে এই অপশন শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে ৷

মেয়াদ বৃদ্ধি ডিলিট মেসেজের

হোয়াটস অ্যাপে কোন মেসেজ পাঠালে তা ডিলিট করতে চাইলে দুটো অপশন বর্তমান ৷ ডিলিট ফর মি এবং ডিলিট ফর এভরিওয়ান ৷ ডিলিট ফর এভরিওয়ান মেসেজের সময়সীমা দুদিন পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে ৷

লুকোনো যাবে অনলাইন স্টেটাস

হোয়াটস অ্যাপে অনলাইন স্টেটাস ও এখন কন্টাক্ট লিস্টের সকলের থেকে হাইড করার সুযোগ আসতে চলেছে ৷ শুধুমাত্র যাদের কে জানানোর ইচ্ছে থাকবে তারাই অনলাইন স্টেটাস দেখতে পাবে ৷