এনএফবি, নিউজ ডেস্কঃ
সম্প্রতি প্রকাশিত ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা পরবর্তী ভারতে এই প্রথমবার জন সংখ্যার বিচারে পুরুষদের পিছনে ফেলে এগিয়ে মহিলারা। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই অনুপাতটি হল প্রতি ১ হাজার পুরুষঃ ১ হাজার ২০ জন মহিলা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার এনএফএইচ-এর এই সমীক্ষা করা হয়েছিল। ২০১৫-১৬ সালের সেই রিপোর্টে অনুপাতটি ছিল প্রতি ১ হাজার পুরুষঃ ৯৯১ জন মহিলা। জন্মের নিরিখে দেখা গেছে, ২০১৫ সালে ভূমিষ্ঠ হওয়া প্রতি ১ হাজার পুরুষ শিশুর অনুপাতে নারী শিশুর সংখ্যা ৯১৯, তুলনামূলক বিচারে ২০২১ সালে উল্লেখযোগ্য ভাবে সেই অনুপাত বৃদ্ধি পেয়েছে। হিসাব অনুযায়ী এই বছর ভূমিষ্ঠ হওয়া প্রতি ১ হাজার পুরুষ শিশুর অনুপাতে নারী শিশুর সংখ্যা ৯২৯ জন।