জেলাফিচার

পুলিশের অভাবে বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত, ক্ষোভ বিজেপির

এনএফবি, মালদাঃ

পূর্ব নির্ধারিত বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত। বিডিও অফিসে এসে জানতে পারেন জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যরা বলেই দাবি। জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির পাশাপাশি সোমবার হবিবপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে হবে বলেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এ দিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রাঙ্গণ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় – আজ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে না।

প্রশাসনিক সূত্রে খবর, হবিবপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের তারিখ পিছিয়ে দেওয়ার অর্ডার জারি করা হয়। প্রশাসনিক এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পুলিশ প্রশাসনের অভাব দেখিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন স্থগিত করা হয়েছে। ১৫ দিনের মধ্যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এগারোটা নাগাদ বিজেপি সমর্থকরা হবিবপুর বিডিও অফিস এসে জানতে পারে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া হবে না যার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে আসে হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী।