এনএফবি, মুর্শিদাবাদঃ
জমি বিবাদের জেরে বোমা বিস্ফোরণ ইসলামপুরে। নিজেদের ছোড়া বোমায় নিজেরাই আহত হয়। ঘটনায় গুরুতর দুপক্ষের তিন জন আহত হয়েছে। তারা হলেন সফিকুল ইসলাম (২৯) রশিদুল মন্ডল (৪০) এবং হাপিজুল মন্ডল (৫০)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের সুখদেব মাটি এলাকার বাবলাবোনা মোড় এলাকায়। ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুনঃ বহরমপুর কংগ্রেসের প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগ অস্বীকার তৃণমূলের
জানা যায়, বহুদিন আগে থেকে মৃত আতর আলির সাড়ে সাত বিঘা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ বাঁধে মারজান আলির সাথে তার দুই ভাই সেন্টু মন্ডল ও জেন্টু মন্ডলের। তারপর থেকেই বিবাদ চলতে থাকে। ঐ জমি থেকে সেন্টু মন্ডল এবং জেন্টু মন্ডলের ভাগের অংশ বন্ধক দেন এলাকারই হাপিজুল মন্ডল নামের অপর এক ব্যক্তিকে। তারপর থেকেই বিবাদ চরমে ওঠে। রবিবার সকালে সেন্টু, জেন্টুর ভাই মারজানের ছেলে সফিকুল এবং রশিদুল দুজনে মিলে বন্ধক নেওয়া ব্যক্তি হাপিজুলকে মারধর করতে থাকে। খবর পাওয়া মাত্র হাপিজুলের ভাই বিল্লাল হোসেন দাদাকে উদ্ধার বোমা বিস্ফোরণ ঘটায়। তখনই ঐ বোমা ফেটে আহত হন তিনি নিজেই। পরে আরোও দুটি বোমা বিল্লাল কে লক্ষ্য করে চালালে ঐ বোমাতে জখম হন রশিদুল এবং হাপিজুল। ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।