অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ সামলাতে পারেন ভারতীয় দলের নেতৃত্বের ভার। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষপর্যন্ত একটা চেষ্টা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই রোহিত শর্মার রিপোর্ট পাওয়ার পর নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জসপ্রীত বুমরাকেই এই টেস্টের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।এর আগে একমাত্র কপিল দেবই পেসার হিসাবে ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর আর কোনও ভারতীয় পেসারই টেস্ট দলকে নেতৃত্ব দেননি। বোলার হিসাবে অনিল কুম্বলে, বিষেণ সিং বেদীরা ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিলেও, কখনও কোনও পেসারকে দেখা যায়নি এই ভূমিকায়। কপিল দেবের জসপ্রীত বুমরাই দ্বিতীয় পেসার হিসাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন। আর এই দায়িত্ব পেয়েই আপ্লুত ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে তাঁর।
অধিনায়ক হওয়ার পর এদিন প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই ধরা পড়ল তাঁর উচ্ছ্বাস। তিনি জানিয়েছেন, “এটা সত্যিই একটা বড় প্রাপ্তি এবং গর্বের বিষয় আমার কাছে। যখন আমি ক্রিকেট খেলা শুরু করি সেই সময় টেস্ট ক্রিকেট খেলা আমার কাছে স্বপ্ন ছিল। ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারাটাই আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তি”।
এর আগে কোনও ফর্ম্যাটেই কখনোও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে লোকেশ রাহুলের ডেপুটি ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পর, রোহিত শর্মার ডেপুটি হয়েছিলেন তিনি। এবার একেবারে অধিনায়কের দায়িত্ব কাঁধে উঠল জসপ্রীত বুমরার। সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত ভারতীয় দলের এই সেরা তারকা।
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে রোহিত শর্মার ছিটকে যাওয়া যে তাদের জন্য বিরাট এক ধাক্কা তা মেনে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে ব্রিটিশ বাহিনীর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে তারা। দল গঠন হয়ে গিয়েছে। সেই ইঙ্গিত এদিনই দিয়েছেন তিনি। তবে প্রথম একাদশে কারা খেলবেন তা নিয়ে খানিকটা ধোঁয়াশা বজায় রেখে দিয়েছেন তিনি।