অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই ভারতীয় দলে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। আর তাতেই খানিকটা হলেও নতুন জল্পনা শুরু হয়েছিল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রান করলেও, জিততে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে গিয়েছে ভারত। জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারের অভাব যে ভারতীয় দল প্রতি মুহূর্তে বুঝতে পেরেছে তা মানতে কোনও দ্বিধা নেই হার্দিক পান্ডিয়ার। তাঁর মতে বুমরার না থাকাটাই ম্যাচে বড় ব্যবধান গড়ে দিচ্ছে।
মঙ্গলবার জসপ্রীত বুমরাহকে প্রথম একাদশে না রেখেই ভারতের প্রথম একাদশ তৈরি করেছিল টিম ইন্ডিয়া। যা দেখার পর অনেকেই হতবাক হয়ে গিয়েছিল। যদিও জসপ্রীত বুমরাহকে কেন খেলানো হয়নি সেই কথা ম্যাচ শেষেই জানিয়ে দিয়েছিলেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সেই সঙ্গেই তিনি জানিয়ে ছিলেন জসপ্রীত বুমরার না খেলার কথাও । জসপ্রীত বুমরার এখনও খানিকটা বিশ্রামের প্রয়োজন বলেই নাকি সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ মেজাজে ছিলেন হার্দিক পান্ডিয়া। কঠিন সময়ে যেমন ভারতীয় দলকে সামাল দিয়েছিলেন তিনি, তেমনই তাঁর শক্তিশালী ব্যাটিংয়েই ঘুরে দাঁড়তে পেরেছিল ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা অল রাউন্ডার। তাঁর হাত ধরেই ভারতীয় দল পৌঁছেছিল ২০৮ রানে। কিন্তু এতকিছুর পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় দল।
জসপ্রীত বুমরার অনুপস্থিতি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা বড়সড় পার্থক্য গড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “জসপ্রীত বুমরার মতো বোলারের এই ম্যাচে না থাকাটা বড়সড় পার্থক্য গড়ে দিয়েছিল। তিনি সদ্যই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন। এখনই অবশ্য তাঁর ওপর অনেক চাপ দেওয়া একেবারে ঠিক নয়। এই মুহূর্তে খানিকটাসময় পাওয়াই তাঁর কাছে সবচেয়ে বেশী জরুরী। আমরা সকলেই জানি যে তিনি কী করতে পারেন এবং কতটা দক্ষ ক্রিকেটার।”
এবার এশিয়া কাপ শুরু হওয়ার আগেই কোমরের পুরনো চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, যদিও চোট সারিয়ে অস্ট্রেলিয়া সিরিজেই ফিরেছেন তিনি। একইসঙ্গে জসপ্রীত বুমরাকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলতে পারেননি তিনি।