পছন্দের ওপেনিং পার্টনারের নাম জানালেন বাটলার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন জস বাটলার। আইপিএলে ৪৫০’র বেশি রান করে ইতিমধ্যেই অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন এই ইংরেজ ব্যাটার। তবে ওপেনিং’এ কার সঙ্গে ব্যাটিং করতে চান, জানালেন বাটলার।
চলতি বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন বাটলার। এই সাত ম্যাচে ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলেছেন তিনি। পাশাপাশি অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছেন বাটলার। রাজস্থানের হয়ে সাত ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৪৯১ রান। এই সাতটি ম্যাচে বাটলারের সংগ্রহীত রান যথাক্রমে ৩৫, ১০০, ৭০, ১৩, ৫৪, ১০৩ এবং ১১৬। উল্লেখ্য সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে রাজস্থান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাটলার’কে প্রশ্ন করা হয়, সুযোগ পেলে তিনি কার সঙ্গে ওপেন করতে পছন্দ করবেন। উত্তরে বাটলার বলেন, “বেশ কিছুদিন আগে হলে ভিভিয়ান রিচার্ডসের হয়ে ওপেন করতে চাইতাম। তবে এখনকার সময়, আমার প্রথম পছন্দ অবশ্যই রোহিত শর্মা।” পাওয়ার প্লে’তে কার বল খেলতে গেলে সমস্যায় পড়বেন, এই প্রশ্নের উত্তরে বাটলার বলেন, “রশিদ খান। ওর বল কম খেলারই চেষ্টা করব।”

শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান করে বাটলার জানান,এটা খুব স্পেশাল ছিল। পুরো বিষয়টাকে আমি উপভোগ করছিলাম। আমার এই স্টেডিয়ামটি খুব পছন্দের। এখানকার পরিবেশটা আমার দারুণ লাগে। চলতি IPL’এ আমাদের প্রথম খেলাটা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মাঠেই আয়োজন করা হয়েছিল। আমার এই ফর্ম আমি দারুণ উপভোগ করছি। বাকি জীবনটাও এইভাবেই উপভোগ করতে চাই।”
দিল্লি বাটলার’কে আউট করতে গিয়ে রীতিমত হিমসিম খেয়ে যান বাটলার। ৬৫ বল খেলে ১১৬ রান করেন তিনি। এই দিন ৬৫ বলে ৯ টি চার এবং ৯ টি ছক্কা হাঁকিয়ে ১১৬ রানের ঝকঝকে ইনিংসটি সাজান বাটলার। এর পর ম্যাচের প্রথম ইনিংসের ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ডেভিড ওয়ানারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর ব্যাটিং’এ ভর করেই ২২২ রান পৌঁছে গিয়েছিল রাজস্থান। এর পর দ্বিতীয় ইনিংসে ২০৭ রান করেই গুটিয়ে যায় দিল্লি। ফলস্বরূপ ১৫ রানে ম্যাচটি জিতে নেয় সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলটি।