এনএফবি, কলকাতাঃ
বাংলার আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। মনে করা হচ্ছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলতি বিক্ষোভের প্রভাব আটকাতে বাতিল করা হয়েছে রবিবারের ডার্বি। আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ছিল।
সূত্রের খবর, নিহত মহিলা চিকিৎসকের জাস্টিস চেয়ে পরস্পর বিরোধী ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠ দখল করে প্রতিবাদ ধ্বনিত করার পরিকল্পনা করে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা নজিরবিহীন ঘটনা হত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সেই বিক্ষোভের আঁচ পেয়েই প্রশাসনের তরফ থেকে আগামীকালকের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (স্বাধীনতার আগে থেকে যে ম্যাচ চলে আসছে) ডার্বি বাতিল করে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ম্যাচ বাতিলের কারণ অফিসিয়ালি জানানো হয় নি আয়োজক সংস্থার পক্ষ থেকে।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨#IndianOilDurandCup #PoweredByCoalIndia #DurandCup2024 #133rdEditionofDurandCup #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/kWPwPwkD4d
— Durand Cup (@thedurandcup) August 17, 2024