এনএফবি, মুর্শিদাবাদঃ
আবাস যোজনার তদন্তে এসে জনসাধারণদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের জুড়ানপুর পঞ্চায়েতে। কয়েক ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার কথা সকালে থাকলেও অবশেষে রাতে এসে পৌছায় তারা। আসেন চার সদস্যের দল। তবুও রাতেও রক্ষা পেলো না। বিক্ষোভের মুখে পড়লেন তারা। এও জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী দল আসার কথা শুনেই সকাল থেকে এলাকার মানুষ পঞ্চায়েত অফিস ঘিরে রাখে। সরকারি প্রকল্পের বিভিন্ন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে জনসাধারণেরা। কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে যান। পরে ডোমকল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।