এনএফবি, কলকাতাঃ
কেন্দ্রীয়ভাবে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের পথে উচ্চশিক্ষা দফতর। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নয়া বিধি কার্যকর হবে বলে বিকাশ ভবন সূত্রে খবর। কলেজ সার্ভিস কমিশনের(CSC) মাধ্যমেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে এই নিয়োগ হবে।
রাজ্য বিধানসভায় পাশ হওয়া সংশোধিত আইন অনুযায়ী, ২০১২ সালের ২৯ নভেম্বর সিএসসি’র মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তবে পরিকাঠামো ও মানবসম্পদ জনিত সমস্যা এবং অনান্য কারণে সেই আইন বাস্তবে কার্যকরী হচ্ছিল না। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কলেজগুলি এতদিন নিজেরাই শিক্ষাকর্মী নিয়োগ করত। এই নিয়োগে নানা ধরনের স্বজনপোষণের অভিযোগ উঠছিল। স্বচ্ছতা বাড়ানোর জন্য তা কমিশনের আওতায় এনে কেন্দ্রীয় প্রক্রিয়ার মাধ্যমে তা চালানোর পরিকল্পনা করেছিল উচ্চশিক্ষা দফতর। এবার সেটাই কার্যকর করা হচ্ছে। এবার থেকে ক্যাটাগরি এবং জোন ভিত্তিক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে কমিশনকে।
অন্যদিকে, ১৭ জানুয়ারি কলেজ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করছে কমিশন। যদিও শূন্যপদ এখনও জানানো হয়নি। প্যানেল প্রকাশের আগে তা জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।