অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের ১০০০ তম ওয়ান ডে ম্যাচে নজির গড়লেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় দ্রুততম ভারতীয় স্পিনার হিসাবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চাহাল। গত দক্ষিণ আফ্রিকা সফরের প্রায় তিন বছর পর প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের একদিনের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দু উইকেট নিতে পারলেই ১০০ উইকেটের মালিক হতেন। তবে রবিবারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড করলেন। জীবনের ৬০ নম্বর একদিনের ম্যাচে নেমেছিলেন ভারতীয় দলের তারকা স্পিনার। ২০১৯ সালের পরে ফের ভারতীয় জার্সিতে মাঠে নামেন। নিজেকে প্রমান করেন। অল্পের জন্য হ্যটট্রিক হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু ভারতের ১০০০ তম ঐতিহাসিক একদিনের ম্যাচে নিজের মুকুটে নতুন পালক তুললেন তিনি। একইসঙ্গে ম্যাচের মোড়ও ঘোরান এই গ্র্যান্ড মাস্টার স্পিনারই। টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই দাপুটে বোলিং পারফরম্যান্স ছিল ভারতের।
প্রথম ওভারে এসেই নিকোলাস পুরাণকে সাজঘরে ফিরিয়ে দেন চাহাল। তার পরের বলেই শিকার হন কা.র পোলার্ড। তাঁর গুগলীর সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক। চাহালের দাপটে মাত্র ৭৮ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নেয় ভারত। যদিও পুরাণকে ফেরানোর পরই কেরিয়ারের ১০০ তম উইকেটের মালিক হয়ে যান চাহাল। সেইসঙ্গেই নতুন নজিরের মালিক তিনি। ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম স্পিনার যুজবেন্দ্র চাহাল এখন ১০০ উইকেটের মালিক। তাঁর ওপরে রয়েছেন কুলদীপ যাদব। এছাড়াও পঞ্চম ভারতীয় দ্রুততম বোলার হিসাবে শততম উইকেট নেওয়ারও রেকর্ড গড়েন যুজবেন্দ্র চাহাল। এই সিরিজেই ফের ভারতীয় দলে এসেছে কুলচা জুটি। এখনও পর্যন্ত তাদের একসঙ্গে দেখা যায়নি।