এনএফবি, বিনোদন ডেস্কঃ
বিগত বছরগুলোর মতো এই বছরেও কিংস এন্টারটেইনমেন্ট তথা কিংশুক গুণের মাধ্যমে হয়ে গেল টলিউডের বিখ্যাত হোলি উৎসব। দোলের দিন নরেন্দ্রপুরে আয়োজিত হল তাদের ষষ্ঠ হোলি উৎসব। সিনেমা এবং সিরিয়ালের নানা তারকা ভিড় জমিয়েছিলেন এদিনের উৎসবে। নাচ, গান খাওয়াদাওয়ার মজায় বেশ জমজমাট ছিল এদিনের দুপুর। প্রযোজক কিংশুক গুণ মূলত বেশিরভাগ সময়ে পেশার কারণে মুম্বইতেই থাকেন। কিন্তু হোলির আগে কলকাতা চলে আসেন এবং সবাইকে তার অনুষ্ঠানে মাতিয়ে রাখেন। কিংশুক জানালেন, ‘মুম্বইতেই আমি হোলি খেলতামই না। কলকাতার ব্যাপারটা বেশ মিস করতাম। এটা একটা মিলন উৎসব। আমাদের ইন্ডাস্ট্রির সবাই তার অংশ।’
এদিনের হোলিতে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক, অভিনেত্রী ঐশ্বর্য, সুমনা দাস, সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ বেঙ্গলকে সিসিএল চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর আনন্দ চৌধুরী, স্যান্ডি সাহা, অনিন্দ্য সরকার, দেবরাজ মুখার্জি , রানা মিত্র ছাড়াও অনেকে। হোলির এই উৎসবে ‘ও অভাগী’ ছবির টিম তাদের ছবির প্রচার করে। এদের মধ্যে ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক প্রবীর ভৌমিক, অভিনেতা কৃষ্ন, অভিনেত্রী অ্যানি সেন। পরিচালক শিলাদিত্য মল্লিক জানালেন, ‘এইদিনটার জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকি। আলাদা একটা অনুভূতি তৈরি হয়। আমার যেমন সিনেমা সরস্বতী তেমনি কিংশুকদার কিংস ম্যানিয়ার এই হোলি।’ সবমিলিয়ে কিংশুক গুণের হোলি ম্যানিয়ায় সবাই মনের রঙে রঙিন হয়ে উঠল।