ক্রীড়া

হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। রবিবার তাদের ৫৪ রানে হারাল পাঞ্জাব কিংস। নেপথ্যে লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলার পর বল হাতে ২৫ রানে দু’উইকেট নেন এই ব্রিটিশ অলরাউন্ডার। সঙ্গে নিয়েছেন দু’টি ক্যাচও।
এদিন প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৮০ রান তুলেছিল পাঞ্জাব। লিভিংস্টোন ছাড়া বলার মতো রান করে শিখর ধাওয়ান (২৪ বলে ৩৩) ও জিতেশ শর্মা (১৭ বলে ২৬)। চেন্নাইয়ের হয়ে বল হাতে সফল ক্রিস জর্ডান (২/২৩) ও ডোয়েন প্রিটোরিয়াস (২/৩০)।
চেন্নাই ব্যাট করতে নেমে ১৮ ওভারে মাত্র ১২৬ রানেই অল আউট হয়ে যায়। কাজে লাগেনি শিবম দুবে (৩০ বলে ৫৭) ও মহেন্দ্র সিং ধোনির (২৮ বলে ২৩) লড়াই। পাঞ্জাব বোলারদের মধ্যে সফলতম রাহুল চাহর (৩/২৫)। নজর কেড়েছেন বৈভব অরোরাও (২/২১)।