ফিচাররাজ্য

মুখ্যমন্ত্রী নিজের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন নাঃ সেলিম

এনএফবি, কোচবিহারঃ

লুটের বখরা নিয়েই বিরোধ। সে কারণেই খুন হতে হয়েছে নদিয়ার হাঁসখালির তৃণমূল নেতা আহমেদ আলীকে। কোচবিহারে এসে নদীয়ার তৃণমূল নেতা খুন প্রসঙ্গে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। যে কারণে সাধারণ মানুষের নিরাপত্তা দূরের কথা,শাসকদলের নেতা-কর্মীদের কোনও নিরাপত্তা নেই, হাঁসখালি ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সমালোচনা সেলিমের।

এদিন এবিষয়ে সিপিআইএম নেতা সেলিম বলেন, “লুটের বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অঞ্চলের সভাপতি, অঞ্চলের প্রধান, উপপ্রধান, মেম্বার, তাদের পরিবার, ব্লকের নেতা, মন্ত্রী এটা নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। সেই কারণে হাসখালিতে ওই নেতা খুন হয়েছে।

এদিন তিনি রাজ্যের আইন – শৃঙ্খলা পরিস্থিতি দিকে আঙুল তুলে বলেন, “মুখ্যমন্ত্রীকে বলি রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবেন বলে ক্ষমতায় এসেছিলেন। নিজের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না।”