এনএফবি, কলকাতাঃ
আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ আর পুজো উদ্যোক্তাদের নিয়ে আজ নেতাজি ইন্ডোরে মিটিং করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইউনেস্কোর সম্মানে ১ সেপটেম্বর একটি মিছিলের কথাও ঘোষণা করেন তিনি ৷
জানাগেছে, ১সেপ্টেম্বর বেলা ২টো থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা সেটির। তাতে শামিল হতেই পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আর্জি, একাদশ-দ্বাদশের পড়ুয়াদেরও যেন নিয়ে আসা হয় যাতে এই ঐতিহ্য তারাও ধরে রাখতে পারে । মোট ৪-৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারীরা। যে যেমন চান, তেমন ভাবে আসতে পারেন। ‘রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে’, বলেন মুখ্যমন্ত্রী। তবে শর্ত একটাই, মিছিল যেন রঙিন হয়। জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, ‘কেমন ভাবে পুজো করেন, তা দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা আসবেন। মিছিল দেখতে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।’ তাঁদের যেন কোনও অসুবিধা না হয়, সে দিকে নজর রাখার কথাও এদিন নেতাজি ইন্ডোরে হাজির পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন তৃণমূলনেত্রী। ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য দুপুর ১টার মধ্যে যাতে অফিস বন্ধ হয়ে যায়, সেটাও দেখার কথা বলেন তিনি। জেলাতেও মিছিল করার জন্য উদ্যোগ নিতে বলেছেন তিনি ৷
এদিন পুজো কমিটি গুলোর জন্য একগুচ্ছ ঘোষণা করেন তিনি ৷ পুজো কমিটি গুলোর অনুদান ৫০ থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে ৷ তাছাড়াও সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে বিলে ৬০ শতাংশ ছাড়ের কথাও বলেছেন তিনি ৷
দুর্গাপুজো উপলক্ষ্যে এবার ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি থাকবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানান, কলকাতায় ৭ তারিখের মধ্যে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে হবে। আর কার্নিভাল হবে ৮ অক্টোবর। অন্য দিকে জেলার পুজো কার্নিভালগুলো হবে ৭ অক্টোবর, আরও ঘোষণা মুখ্যমন্ত্রীর। সর্বোপরি, আজকের পর প্রশাসনিক ভাবে পুজোর ঢাকে কাঠি পড়েগেল বলেই মনে করা হচ্ছে ৷