তৃণমূলের দলীয় মিছিলে সংঘর্ষ, চাঞ্চল্য মাড়গ্রামে

এনএফবি,মুর্শিদাবাদঃ

রবিবারের দিন বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। ওই মিছিলে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই ঘটনায় আহত হন দুই পক্ষের মোট ৮ জন। জানা গিয়েছে নারহু সেখ, দিলদার সেখ ও তাফিজুল সেখদের সঙ্গে মানারুল সেখ, আলম সেখ, আনসার সেখ, খুদু সেখ, শফিকুল শেখদের সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় প্রথমে ৮ জনকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে কান্দি মহকুমা হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল একপক্ষ বিজেপির বিরুদ্ধে করলেও আরেকপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে জানান, দুই পক্ষই তৃণমূল কংগ্রেসের সদস্য। পাশাপাশি এই ঘটনা বিজেপি ঘটিয়েছে বলে দাবি করেন খড়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতির্ময় মন্ডল। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেন মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি প্রকাশ রাজবংশী। তৃণমূলের মিছিলে আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।