জেলা

বেতনের দাবিতে বিক্ষোভ কলেজের অস্থায়ী কর্মীদের

এনএফবি, কোচবিহারঃ

তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসলো অস্থায়ী কর্মচারীরা। বুধবার কোচবিহার পলিটেকনিক কলেজের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায় কর্মচারীরা।

তারা অভিযোগ করে, এন এক্স কোম্পানির অধীনে পলিটেকনিক কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে তারা নিয়োগ করেন। দীর্ঘ দিন ধরে তারা কাজ করছেন। কিন্তু গত তিন মাস ধরে বেতন পাচ্ছে না। তাদের সাথে কোন যোগাযোগ করছে না এন এক্স কোম্পানি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের যে পিএফের টাকাটা কাটা হতো সেটাও তারা পাচ্ছে না। এই অবস্থায় কলেজে মোট ১৭ জন স্টাফ রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন বেতন না পাওয়ায় ঋণ করে তাদের সংসার চালাতে হচ্ছে। তাদের আশা ছিল বেতন পেয়ে সেই ঋণ মিটিয়ে দেবে। কিন্তু গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় আজ তারা পলিটেকনিক কলেজেই অবস্থান বিক্ষোভ করছে।
এ বিষয়ে পলিটেকনিক কলেজের এক কর্মী জানিয়েছেন, গতকাল সেই ১৭জন অস্থায়ী কর্মচারী প্রিন্সিপাল কে বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের বেতন পাবেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে তিনি জানান।

YouTube player