এনএফবি, মুর্শিদাবাদঃ
কংগ্রেসে যোগ দেওয়ায় বাড়ির পাশে বোমা রেখে ফাঁসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই শনিবার মধ্যরাত্রে বোমা উদ্ধারের স্থান ঘিরে রাখে পুলিশ। আর এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রানীনগরের পানিপিয়া চাকরানপাড়া এলাকায়।
জানা গেছে, দিন কয়েক আগেই ওই এলাকার শুভান শেখ সহ আরও কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন। পরে তার পড়শি রজিনা খাতুন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন। তাতেই শুরু হয় রাজনৈতিক অশান্তি। হঠাৎ শনিবার মধ্যরাতে কংগ্রেসে যোগদানকারীর বাড়ির পাশ থেকে বোমার ব্যাগ উদ্ধার করে রানীনগর থানার পুলিশ। তখনই জানতে পারে বাড়ির সদস্যরা।
পরে ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ খবর দেওয়া বোম ডিস্পোজাল স্কোয়াডকে।
এই বোম উদ্ধারের ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী রজিনা খাতুন।
যদিও ওই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের রানীনগর ২ ব্লক যুব সভাপতি মিজান হাসান।