বাড়িতে বাবার মৃতদেহ, অদম্য ইচ্ছাশক্তিতে পরীক্ষায় বসল উচ্চমাধ্যমিক শিক্ষার্থী

এনএফবি, মুর্শিদাবাদঃ

বাড়িতে বাবার মৃতদেহ রেখে বুক ভরা বেদনা আর শোকের পাথর বুকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী। জানা গেছে তিনি কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ছাত্রী, নিশা দাস। অদম্য ইচ্ছা আর মনের জেদে বুকে কষ্ট চাপা রেখে বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষায় বসেন ওই ছাত্রী।

নিশা ফরাক্কার মামরেজপুরের শিবপুর গ্রামের বাসিন্দা। বাবা বিকাশ চন্দ্র দাস(৪০) পেশায় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় ভিন রাজ্যে চিকিৎসার জন্য যান। বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ভিড় জমান নিশার বাড়িতে। মৃত বাবাকে ছেড়ে কিভাবে পরীক্ষা দিতে যাবে সে চিন্তায় অস্থির হয়ে পড়ে সে। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দূরত্বে পরীক্ষা দিতে নির্দিষ্ট স্কুলে পৌঁছে যায় নিশা। এই মানসিক অবস্থাতেও ছাত্রীর পরীক্ষা দিতে আসার অদম্য জেদকে কুর্ণিশ জানিয়েছেন বাসুদেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান-সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

এ দিন পরীক্ষা দিয়েই কান্না ভেজা চোখে সহপাঠীদের সঙ্গে বাড়ি ছুটে যান নিশা ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *